নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একজনকে পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে, বুধবার বিকেল ৫ টার দিকে মো: সুজন আলী (৩৫) সহ একই মোটরসাইকেল যোগে তিনজন বনপাড়া বাজার আসার পথে উপজেলা নিবার্হী কর্মকর্তা আনোয়ার পারভেজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন। সুজন আলী উপজেলার নিতাই নগর গ্রামের আকবর আলির ছেলে।
অপরদিকে উপজেলার নগর ইউনিয়নের মৎস্যজীবী পাড়ার প্রায় ২০টি বাড়ি হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেন বড়াইগ্রাম থানা পুলিশ। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস এর নেতৃত্বে থানা পুলিশের একটি দল নগর ইউনিয়নের মৎস্যজীবী পাড়ায় ঢাকা থেকে এসেছে এমন ২০টি পরিবারকে হোম কোয়ারেন্টাইন এ থাকার নির্দেশ দেন। এ সময় ওসি দিলীপ কুমার দাস সকলের উদ্দেশ্যে বলেন- আপনারা নিজ বাড়িতেই অবস্থান করবেন, আপনাদের খাদ্য বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে। এসময় মৎস্যজীবীদের মধ্য থেকে বেশ কয়েকজন অভিযোগ করে বলেন- কেউ আমাদের সহযোগিতা করে না, আমাদের দেখার কেউ নাই, বছরের বেশিরভাগ সময় মানুষের দ্বারে দ্বারে আমাদের ভিক্ষা করে চলতে হয়, পুলিশের দায়িত্বে যেন অনুদান পায় এমনটিও দাবি করেন তারা। এ সময় আরো উপস্থিত ছিলেন নগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ ইয়াসিন আলী প্রমুখ।