নাটোরের বড়াইগ্রামে গড়মাটি পশ্চিমপাড়া থেকে নওদাপারা পর্যন্ত দুই কিলোমিটার গ্রামীণ সড়কের উভয় পার্শে আট শত তালের চারা রোপণ করার মধ্যদিয়ে “তালের চারা রোপন কর্মসূচী-২০২১” এর উদ্বোধন করা হয়েছে।
ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর বনায়ন প্রকল্পের এই কর্মসূচীর আয়োজন করে। প্রধাণ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন।
ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানির এরিয়া ম্যানেজার কামাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কাউন্সিলের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, ব্রিটিশ-আমেরিকান লীফ অফিসার আরিফুর রহমান প্রমূখ।
কামাল হোসেনের বলেন, এই রোপণকৃত চারা গুলোকে লোহার তার দিয়ে বেড়া দেওয়া হবে। যাতে বিনষ্ট বা মরে না যায় সে লক্ষে পরিচর্যা করা হবে। সরকারের সারা দেশের বনায়নের ঘোষনার সাথে আমরা একত্তা ঘোষনা করে এই কার্যক্রম গ্রহন করেছি।