নাটোর প্রতিনিধি: নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার ৪নং নগর ইউনিয়নের ৭নংওয়ার্ড সদস্য শ্রী কার্তিক চন্দ্র বিশ্বাস রবিবার বিকাল ৫টায় করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম ও নিজ হাতে জীবাণুনাশক স্প্রে করেন দ্বারিখৈইর বাজার সহ আশপাশের এলাকায়, তিনি একজন মেম্বার হিসেবে নিজ দ্বায়িত্বে ভাইরাস সম্পর্কে জনগনকে সচেতন করতে প্রত্যক ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছেন, তিনি তাঁর ওয়ার্ডের বাজার দ্বারিখৈইর আজ দুই দিন হলো স্প্রে করছেন, এ বিষয়ে ইউপি সদস্য কার্তিক বলেন- যতদিন আমাদের এই অবস্হা পরিবর্তন না হবে প্রত্যক দিন সচেতনতামূলক কার্যক্রম ও প্রত্যেকদিন বিকালে বাজারে আমি নিজে স্প্রে করবো এবং পরিস্কার পরিচ্ছন্নতা চালিয়ে যাব। সেই সাথে সবাইকে সচেতন থাকার জন্য অনরোধ করবো, দ্বারিখৈইর বাজারের আঃ সালাম মাষ্টার ও পান্জাব বলেন – মেম্বরের মত সবাই যদি এভাবে করোন ভাইরাস থেকে বাঁচাতে এগিয়ে আসতো তাহলে এই পরিস্হিতি আমরা কেঁটে উঠতে পারবো।
ঘটনার ৭ বছরপর সাবেক এমপি পাটোয়ারীর বিরুদ্ধে গুমের মামলা
ঘটনার ৭ বছরপর নাটোরের বড়াইগ্রামে আতিকুর রহমান নামে এক বিএনপি কর্মীকে অপহরণ ও গুমের অভিযোগে ঘটনার সাত বছর পর সাবেক সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীসহ ২০ জনের নামে মামলা…