লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী সাহেব আলীকে পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং আওয়ামী লীগের সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বুধবার বিকেলে নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে উপজেলা আওয়মী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
জরুরি সভায় জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় সর্বসম্মতিক্রমে সাহেব আলীকে আজীবন বহিস্কার করা হয়েছে।
বহিষ্কারের প্রতিক্রিয়ায় নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিদ্রোহী মেয়র প্রার্থী সাহেব আলী জানান, আমি লোকমুখে বহিষ্কারের সংবাদ পেয়েছি। এই বহিষ্কার বিধিসম্মত হয়নি। তারা আমাকে বহিষ্কার করতে পারেন না। তারা আমাকে কারণ দর্শানোর নোটিশ না দিয়ে এবং আমার আত্মপক্ষ সমর্থন করার সুযোগ না দিয়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।