নাটোর প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে প্রাণনাশের হুমকির প্রতিবাদে ধারাবারিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ওই ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য ও স্থানীয় এক যুবলীগ নেতা। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে ধারাবারিষা ইউনিয়নের বিন্যা বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তারা।
লিখিত বক্তব্যে ইউপি সদস্য আবু সাঈদ বলেন, চেয়ারম্যান আব্দুল মতিন তার কাছে পূর্বের পাওনা ৬২ হাজার টাকার জন্য ফাঁকা চেকে স্বাক্ষর নেয়। পরে সেখানে ১১ লাখ টাকা বসিয়ে চেক ডিজঅনারের মামলা দায়ের করেন। এই টাকা পরিশোধ না করলে তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়। যার অডিও রেকডিং রয়েছে। সেই সাথে স্থানীয় যুবলীগের সহ সভাপতি বজলুর রহমান তার ওয়ার্ডে অসহায় দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করা নিয়েও তাকে প্রাণনাশের হুমকি দেন এবং লোকজন দিয়ে তার বাড়ি ঘরে ভাংচুর চালান চেয়ারম্যান। সংবাদ সম্মেলনে বজলুর রহমান এবং আবু সাঈদ দুজনেই তাদের প্রাণরক্ষার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আকুল আবেদন জানান। সেই সাথে মতিন চেয়ারম্যানের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আবু সাঈদ, আবু সাঈদ, সাদেক আলী, মোতালেব আলী সহ লাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ দিকে চেয়ারম্যান আব্দুল মতিন এ সকল অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কোন চেক ডিজঅনারের মামলা করেননি। তাছাড়া টাকা কত পান বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সুনির্দিষ্ট কোনো দাবিও করেননি।