স্টাফ রিপোর্টার: নাটোরের বড়হরিশপুর ইউনিয়নের গুনারীগ্রামে কমিউনিটি ক্লিনিকে সন্তান প্রসব করানোর সুবিধার্থে ডেলিভারী কক্ষের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহাবুবুর রহমান, স্থানী জনপ্রতিনিধি ওসমান গনি, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার জেবুন নাহার রেনীসহ অন্যান্যরা। এই কক্ষ নির্মাণের জন্য অর্থায়ন করছে জাইকা ইন্টারন্যাশনাল কোম্পানী বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।