নাটোরের সিংড়ায় ইঞ্জিন চালিত নসিমনের ধাক্কায় মোটরসাইকেলের চালক মো. জয়নাল আলী নিহত হয়েছেন।
মঙ্গলবার(২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের রানীপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সিংড়া থানার কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। জয়নাল আলী রাজশাহী জেলার বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, মঙ্গলবার সকালে গরু ভর্তি একটি শ্যালো ইঞ্জিনচালিত নসিমন গাড়ি বগুড়ার রানীরহাটে যাচ্ছিল। পথে সিংড়ামুখী উপজেলার ইটালী ইউনিয়নের রানীপুকুর এলাকায় এক মোটরসাইকলকে সামনে থেকে ধাক্কা দেয় নসিমনটি। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক জয়নাল আলীর মৃত্যু হয়। এ সময় নসিমনের চালক গরু ভর্তি গাড়িটি রেখে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়েছে। পুলিশ নসিমন চালককে আটক করতে অভিযান শুরু করেছে।