নাটোরের সিংড়ায় নিজ শয়ন কক্ষ থেকে আলো খাতুন (১৯) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ মে) দিবাগত রাতে উপজেলার বামিহাল গ্রামে ঘটনাটি ঘটেছে ।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আলো খাতুন উপজেলার বামিহাল গ্রামের আইয়ুব আলীর মেয়ে এবং বামিহাল রহমত ইকবাল অনার্স কলেজের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৪ মে আলো খাতুনের সঙ্গে রাজশাহী পুঠিয়ার ঝলমলিয়া গ্রামের এক বিকাশ এজেন্ট ম্যানেজারের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকেই আলো খাতুন তার বাবার বাড়িতেই থাকতেন। রাতে ১০টার দিকে ঘরে আলোর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে আত্মহত্যার কারণ জানা সম্ভব হয়নি। এ বিষয়ে তদন্ত চলছে।