নাটোরের নলডাঙ্গা থেকে মিলন হোসেন (৪০) নামে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত মিলন নাটোর সদরের মল্লিকহাটি মহল্লার মুসা মিয়ার ছেলে।
মঙ্গলবার (৪ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ভট্টপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফরহাদ হোসেন জানান, “ওই স্কুলছাত্রীকে প্রায়ই উত্যক্ত করতো মিলন। বিভিন্ন সময়ে ভিকটিমকে কুপ্রস্তাবও দিতো সে। রাজি না হলে গত ৫ জুন মিলন তার দুইজন সহযোগীর সহায়তায় বাড়িতে কেউ না থাকার সুযোগে স্কুলছাত্রীর ঘরে প্রবেশ করে। এ সময় মারধরসহ ভয়ভীতি দেখিয়ে ভিকটিমকে ধর্ষণ করে মিলন।”
তিনি আরও জানান, “ধর্ষণের পরে ভিকটিমের স্বর্ণালংকারসহ নগদ টাকা নিয়ে চলে যায় সে। ঘটনার পরদিন ভুক্তভোগী মিলনকে প্রধান আসামিসহ তার সহযোগীদের আসামি করে সদর থানায় ধর্ষণ ও চুরির মামলা দায়ের করে। মামলা হওয়ার পর গ্রেফতার এড়াতে প্রতিনিয়ত স্থান পরিবর্তন করছিল মিলনসহ তার সহযোগীরা। তথ্য প্রযুক্তির সহায়তায় মিলনকে গ্রেফতার করে সদর থানায় হস্তান্তর করা হয়। অপর আসামিদের ধরতে তৎপরতা চলছে বলে জানিয়েছে র্যাব।”