নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার সুবিধা বঞ্চিত অসহায় ৩০০ পরিবারের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকেলে এস.আর পাটোয়ারী এডুকেয়ার স্কুল মাঠে এই সহায়তা তুলে দেন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডা: সিদ্দিকুর রহমান পাটোয়ারী। বনপাড়া পৌরসভার আওতায় , বাস কাউন্টার শ্রমিক, রাস্তা নির্মাণ শ্রমিক, স্বর্ণকার শ্রমিক, বনপাড়া নতুন বাজার কুলি, ছিন্নমূল রিকশাচালক সহ ত্রাণ তালিকায় বাদ পড়ে যাওয়া অসহায় পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা দেওয়া হয়। খাদ্য সহায়তা বিতরণের পূর্বে উপস্থিত সকলের উদ্দেশ্যে প্রাণঘাতী করোনাভাইরাস সম্পর্কে অবগত করেন এবং চলমান দুর্যোগে করণীয় বিষয়ে সচেতন করেন তিনি। উপজেলা চেয়ারম্যান ডা: সিদ্দিকুর রহমান পাটোয়ারী তার বক্তব্যে বলেন- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেয়া ত্রাণ বিতরণের তালিকা এবং বাস্তবায়নে ব্যাপক বৈষম্য হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে মুখ চেনা চিনি এবং আত্মীয়তা করন হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি দাবি জানান- নাটোর জেলায় একজন সচিব নিয়োগ করা হয়েছে, সচিবের নিয়ন্ত্রণে, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, ইউনিয়ন ভিডিপি কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, সংশ্লিষ্ট ওয়ার্ড এর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও গ্রাম পুলিশের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে প্রকৃত অসহায় ও দুস্থদের তালিকা করে চাউল বিতরণ ও রেশনিং পদ্ধতি বাস্তবায়নের জোর দাবি জানান তিনি।