নাটোরে তুচছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে জালাল উদ্দিন নামে এক ব্যক্তি আহত হয়েছেন। আহত জালাল উদ্দিন নাটোর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহায়ক। আহত অবস্থায় জালাল উদ্দিনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় মিন্টু নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহায়ক জালাল উদ্দিন শহরের উলুপুর এলাকায় যায়। সেখানে তুচ্ছ ঘটনার জের ধরে ওই এলাকার সন্ত্রাসী মিন্টু, মাসুদসহ ৪/৫ জালাল উদ্দিনকে ছুরিকাঘাত করে। এসময় স্থানীয়রা জালালকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। পরে অভিযান চালিয়ে পুলিশ মিন্টু নামে একজনকে আটক করে। তবে এই ঘটনায় এখন মামলা দায়ের হয়নি।