নাটোরের লালপুরে আখ বোঝাই ট্রাক্টর ও অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ আহত হয়েছে আরো চারজন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার(৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে লালপুর উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের লক্ষ্মীপুর মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লালপুর উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের লক্ষ্মীপুর মসজিদের সামনে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ বোঝাই ট্রাক্টরের সঙ্গে লালপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি অটোরিকসার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন মারা গেছেন। এসময় নারীসহ আহত ৪ জনকে স্থানীয়রা উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।