নাটোরের লালপুরে মাটি বোঝাই ট্রলির ধাক্কায় দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ চালককে আটক করেছেন বলে জানান।
শনিবার (২৪ জুন) বিকেলে উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের থান্দারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লালপুর থানার কর্মকর্তা (ওসি) মো. উজ্জল হোসেন ঢাকা মেইলকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত যাত্রীরা হলেন- লালপুর উপজেলার নতুনপাড়া গ্রামের জলিল খামারুর স্ত্রী আফিয়া মোরকয়া(৫৫) এবং একই এলাকার ইনসার আলীর স্ত্রী ইনজিরা(৫০)।
ওসি মো. উজ্জল হোসেন জানান, শনিবার দুপুরে চার্জার চালিত একটি ভ্যান যাত্রী নিয়ে বিলমাড়ীয়া বাজার থেকে লালপুরে যাচ্ছিলেন। এসময় উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের থান্দারপাড়া এলাকায় ভ্যানটি পৌঁছালে বিলমাড়ীয়ার দিক থেকে আসা দ্রুতগতির একটি মাটি বোঝাই ট্রলি ভ্যানকে ধাক্কায় দেয়। এতে ভ্যানে থাকা আফিয়া নামে এক যাত্রী চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় অপর এক যাত্রীকে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।