স্টাফ রিপোর্টার:
নাটোর জেলার সাংবাদিকদের প্রাচীন সংগঠন নাটোর প্রেসক্লাবের সাথে একীভূত হওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রেসক্লাব। মঙ্গলবার বিকেলে নাটোর প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন, জেলা শহরের সংবাদ মাধ্যমের কর্মীবৃন্দ ঐক্যবদ্ধ থাকলে নাটোরের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখা সহজ হবে। তাদের কাছ থেকে জনগনও কাংখিত সেবা পাবেন। নাটোর প্রেসক্লাবের সদস্যবৃন্দের কল্যাণ তহবিল গঠনে সহযোগিতার কথা উল্লেখ করে সংসদ সদস্য শিমুল শহরের নীচাবাজার এলাকায় নির্মাণাধীন নাটোর প্রেসক্লাবের বাণিজ্যিক ভবন নিমার্ণ কাজে পাঁচ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, দৈনিক নাটোরের খবর এর সম্পাদক আকরামুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন, সহ-সভাপতি এ বি এম মোস্তফা খোকন, নির্বাহী সদস্য রফিকুল ইসলাম নান্টু, সাবেক সভাপতি রনেন রায় ও সাবেক সাধারণ সম্পাদক ফারাজী আহম্মদ রফিক বাবন এবং জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম। দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ও জেলা প্রেসক্লাবের সভাপতি মাহফুজ আলম মুনী সভায় সভাপতিত্ব করেন।
জেলা প্রেসক্লাব-নাটোর এর সভাপতি মাহফুজ আলম মুনী তার বক্তব্যে জেলা প্রেসক্লাব-নাটোর বিলুপ্ত করে এই ক্লাবের সদস্যবৃন্দ নাটোর প্রেসক্লাবের সদস্য হবেন বলে ঘোষণা দেন।
নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন বলেন, দ্রুত নাটোর প্রেসক্লাবের কার্য নির্বাহী পরিষদ সভা আয়োজন করে জেলা প্রেসক্লাব সদস্যবৃন্দকে নাটোর প্রেসক্লাবের সদস্য পদ প্রদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে