নাটোর প্রতিনিধি:
প্রস্তাবিত বাজেটের মাধ্যমে সারাদেশের ৫ হাজার ননএমপিও অনার্স-মাস্টার্স শিক্ষকদের জনবল কাঠামোতে অর্ন্তভূক্ত এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির অপসারণ দাবিতে যশোরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরাম নাটোর জেলা শাখার উদ্যোগে আজ বেলা ১১টায় এম কে কলেজ নাটোর এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণসম্পাদক মো. রেজাউলকরিম বলেন, সারাদেশের বেসরকারি এমপিওভুক্ত কলেজগুলোতে প্রায় ৫ হাজার শিক্ষক অনার্স-মাস্টার্স কোর্সে পাঠদান করাচ্ছেন। তারা উচ্চ শিক্ষায় ভূমিকা রাখলেও দীর্ঘদিন ধরে এমপিও বঞ্চিত।
বিশেষ করে জাতীয় বিশ^বিদ্যালয়ের ভিসি বিভিন্ন কলেজে অনার্স-মাস্টার্স কোস চালু করার অনুমতি দিলেও এমপিও চাইবে না মর্মে অধ্যক্ষদের কাছ থেকে লিখিত নিচ্ছেন। এ বিষয়ে কিছু বলতে গেলে তিনি শিক্ষকদের সাথে দুর্ব্যবহার করেন। পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ দেন না। পরীক্ষক বিলও আটকে রাখেন। এ অবস্থায় দ্রব্যমূল্যের এ বাজারে পরিবার পরিজন নিয়ে তারা কষ্টে দিনাতিপাত করছেন। যে কারণে তারা অবিলম্বে ননএমপিও অনার্স-মাস্টার্স শিক্ষকদের জনবল কাঠামোতে অর্ন্তভূক্ত এবং জাতীয় বিশ^বিদ্যালয়ের ভিসির অপসারণের দাবি জানিয়েছেন।
তিনি আরো বলেন, ২০২০-২০২১ অর্থ বছরের বাজেটে ১৪৬ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিলে ৫ হাজার শিক্ষককে জনবল কাঠামোতে অন্তর্ভূক্ত করা সম্ভব। মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি আমলে নিয়ে শিক্ষকদের সম্মানের সাথে বেঁচে থাকার সুযোগ দেবেন সে প্রত্যাশা তাদের।
সংবাদ সম্মেলনে সংগঠনের সহ সভাপতি মো , হেলাল উদ্দি, সদস্য সত্যরঞ্জন সরকার, কামরুল ইসলাম , অসিম কুমার, হারুন অর রশিদ , মতিউর রহমা, আশরাফুল ইসলাম,আজিজুল হক, আ কাহার, জেসমিন খাতুন , ইসরাফিল হোসেন, আব্দুল কুদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন।