উপজেলা প্রতিনিধি:
শোকের মাসকে সামনে রেখে, শারীরিক দুরত্ব বজায় রেখে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল বারী রফিকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী। কোন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামসুজ্জামান গোলাম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ইন্তাজ; মাজগাও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খোকন মোল্লা, সাধারণ সম্পাদক আতিক মাস্টার; বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসাহাক আলী মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সরদার; জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মাহাতাব মাস্টার; গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বক্কার সিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল হোসেন হাসু, বড়াইগ্রাম পৌরসভার সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য কালাম জোয়ারদার ছাড়াও কৃষকলীগের সভাপতি আব্দুল বারী মজুমদার এবং সাধারণ সম্পাদক ইসহাক আলী এবং উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সকলের মতামত শেষে উপজেলা চেয়ারম্যান ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারী এই করোনা কালীন সময়ে সকলকে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান রেখে বলেন – প্রত্যেক ধর্মীয় প্রতিষ্ঠানে নিজ নিজ ধর্ম মতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবার এবং শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য শারীরিক দূরত্ব বজায় রেখে বিশেষ প্রার্থনা আয়োজনের অনুরোধ করেন। এছাড়াও কোন ইউনিয়ন বা পৌরসভায় অথবা ওয়ার্ড ভিত্তিক ভাবে জাতীয় শোক দিবস ব্যাপক আকারে পালিত করতে চাইলে প্রশাসনের সাথে কথা বলে তাদের দিক নির্দেশনা মতো অনুষ্ঠান করার জন্য আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে থেকে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সভাপতি-সাধারণ সম্পাদক তাদের বক্তৃতায় দাবি করেন আসন্ন ইউনিয়ন ও পৌরসভা নির্বাচনে বিগত দিনে নৌকা বিরোধী কোন প্রার্থী বা ব্যক্তি যেন নৌকা প্রতীক নিয়ে আসতে না পারে এবং তাদেরকে প্রতিহত করার জন্য ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।