নাটোরে বড়াইগ্রামে বসতঘরে আগুন লেগে দুই সন্তানসহ এক গৃহবধূ নিহত হয়েছেন। ওই গৃহবধূর স্বামী গুরুতর দগ্ধ হয়েছেন।
বুধবার(৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে বড়াইগ্রাম উপজেলার খাকসায় এই ঘটনা ঘটে বলে নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক এ কে এম মুর্শেদ জানিয়েছেন।
নিহতরা হলেন খাকসার মো. অলি প্রমানিক (৩৫) এর স্ত্রী সুমা আক্তার (৩২), ১০ বছরের মেয়ে অমিয়া এবং ৬ বছরের ছেলে অমর।
দগ্ধ অলি প্রমানিককে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় স্থানীয় ইউপি সদস্য ওয়াটসেল আকন্দ বলেন, “বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে টিনের ঘরে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়লে ঘরের ভিতরে ‘গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে’ ঘটনাস্থলে মা ও দুই সন্তান মারা যায়।”
গৃহবধূর স্বামী অলি প্রামানিকের অবস্থা গুরুতর বলে জানান তিনি।
স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে।
বনপাড়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা এ কে এম মুর্শেদ।
তিনি বলেন, “মাসহ দুই সন্তানের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। ওই নারীর স্বামীকে অগ্নি দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে জেনেছি।”