লালপুর প্রতিবেদক: নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলর গণের দায়িত্ব গ্রহণ এবং পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ফেব্রæয়ারি) গোপালপুর পৌরসভা কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গোপালপুর পৌরসভার উদ্যোগে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি, নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ হুমায়ন কবির, গোপালপুর ডিগ্রি পাশ ও অনার্স কলেজের অধ্যক্ষ আকরাম হোসেন, পৌর আ,লীগের সাধারণ সম্পাদক আশরাদ হোসেন সাদির, উপজেলা আ,লীগের সদস্য ফিরজ আল হক ভূইয়া, পৌসভার সহকারী প্রকৌশলী ওবায়েদ-উল হক সহ পৌর আ,লীগ, যুবলীগ, ছাত্রলীগ কর্মী ও পৌরসভার কর্মকর্তাবৃন্দ এবং নবনিবর্বাচিত মেয়র-কাউন্সিলরগণ। এরপর উপরোক্ত সকলের উপস্থিতিতে ফুলের শুভেচ্ছা দিয়ে সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম নবনির্বাচিত মেয়র রোকসানা র্মোত্তজা লিলির নিকট দায়িত্ব হস্তান্তর করেন।