গুরুদাসপুর প্রতিবেদক:
মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের ২৪টি, বিয়াঘাট ইউনিয়নের ২৫টি ও খুবজিপুর ইউনিয়নের ১টি ভূমি ও গৃহহীন পরিবারকে জমির দলিল ও চাবি হস্তান্তর করা হয়েছে। শনিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধন শেষে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ মো. আব্দুল কুদ্দুস, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন, সহকারি কমিশনার (ভূমি) মো. আবু রাসেল, ভাইস চেয়ারম্যান আলাল শেখ ও মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক ও উপকারভোগিরা উপস্থিত ছিলেন। এউপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং উপস্থিত সকলের মাঝে শীতের পিঠা পরিবেশন করা হয়।