নিজস্ব প্রতিবেদক, নাটোর
গভীর রাতে নির্জন রাস্তায় এই অটোচালক এর নাম জান্নাতুল ফেরদৌস। সিংড়া পৌরসভার নির্বাচিত মেয়র।যখন করোনা ভাইরাস সংক্রমণ রোধে লোকজন ঘরে অবস্থান করছেন তখন মেয়র জান্নাতুল ফেরদৌস ঘুরে বেড়াচ্ছেন মানুষের দ্বারে দ্বারে। যারা প্রকাশ্যে ত্রাণ গ্রহণ করতে পারেন না। তাকে ফোন দিলেই তিনি নিজেই এই অটোতে করে তাদের খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন রাতের আঁধারে। কখনোবা নিজেই অটো চালিয়ে জরুরী রোগীকে হাসপাতালে পৌঁছে দিচ্ছেন। কখনোবা ফরমায়েশি কোন বাজার নিজে গিয়ে বাসায় দিয়ে আসছেন তিনি। কখনো বা লোকজনকে সচেতন করতে রাস্তায় নেমে লিফলেট বিতরণ করছেন মাস্ক পরিয়ে দিচ্ছেন। ২৬ মার্চের পর থেকেই তিনি পুরো পৌর এলাকার চষে বেড়াচ্ছেন। মেয়র জান্নাতুল ফেরদৌস জানান, প্রতিমন্ত্রী পলক ভাইয়ের নির্দেশে ২৪ ঘন্টায় তিনি প্রস্তত আছেন পৌরবাসীকে সেবা দেয়ার জন্য। মানুষের দুঃসময়ে যদি পাশে দাঁড়াতে পারি এটাই হবে আমার সবচেয়ে বড় পাওয়া। আপনারা আমার জন্য দোয়া করবেন। এক রিকশাচালক জানান, আমরা এই রকম জনপ্রতিনিধি এর আগে দেখিনি। রিক্সা বন্ধ বলে ফেরদৌস ভাই আমাদের খবর নেয় বাড়িতে খাবার পৌঁছে দেয়।
অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…