স্টাফ রিপোর্টার: নাটোরে কোভিড-১৯ এর টিকা দেওয়া হবে ৫৯হাজার ২৪২জনকে। প্রাথমিকভাবে জেলা সিভিল সার্জন অফিস জেলার ২০লক্ষাধিক জনসংখ্যার অনুপাতে এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে। এই টিকা সংরক্ষনের জন্য সিভিল সার্জন অফিসের ইপিআই সেন্টারকে প্রস্তুত করা হয়েছে। সেখানকার ফ্রিজেই সংরক্ষণ করা হবে কোভিড-১৯ এর টিকা।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে জেলা ভিত্তিক টিকা দেওয়ার পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। আর প্রকাশিত পরিসংখ্যান থেকেই এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, নাটোর জেলা সিভিল সার্জন অফিস সবশেষ তথ্য অনুযায়ী নাটোর জেলায় জনসংখ্যা নির্ধারণ করেছে ২০লাখ ৪৭হাজার ৪৯৮জন। এরমধ্যে জেলায় কোভিড-১৯ এর টিকা দেওয়ার টার্গেট নির্ধারণ করেছে ৫৯হাজার ২৪২জনকে। এজন্য চারটি কার্টুনে ৫হাজার ৯২৪টি (ভায়াল) ধরা হয়েছে। প্রতিটি ভায়াল থেকে সর্বমোট ১০জনকে ভ্যাকসিন প্রয়োগ করা সম্ভব।
তবে কবে নাগাদ এই ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে এ বিষয়ে কিছুই জানা যায়নি।
এদিকে, নাটোর জেলায় কি ভাবে টিকা প্রয়োগ করা হবে সে বিষয়ে ২৬জানুয়ারী বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব।
জেলা প্রশাসক মো: শাহরিয়াজ জানান, জেলা সিভিল সার্জন অফিসের ইপিআই সেন্টারের ফ্রিজে ভ্যাকসিনগুলো সংরক্ষণ করা হবে। প্রথমে স্বাস্থ্য কর্মী, এরপর আইন-শৃংঙ্কলা বাহিনী সহ অন্যান্যরা ভ্যাকসিন পাবেন।
উল্লেখ্য, উপহারের ২০ লাখ ডোজ টিকার পর এবার চুক্তির ৫০ লাখ ডোজ টিকা ভারত থেকে ঢাকায় এসে পৌঁছেছে। ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এ টিকা বহনকারী এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইট সোমবার (২৫ জানুয়ারি) সকাল ১০টা ৫৬ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।