নিজস্ব প্রতিনিধি (বড়াইগগ্রাম): বড়াইগ্রাম পৌরসভার মৌখাড়ায় কুলি শ্রমিক, নাপিত, চা দোকানী ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
আজ (৯ এপ্রিল) বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম পৌরসভা তথা অত্র উপজেলার সবচেয়ে বড় হাটের সাথে যাদের জীবন-জীবিকা নির্ভরশীল সেই কুলি, নাপিত, চা দোকানী ও স্থানীয় হত দরিদ্রদের মাঝে জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারীর নিজস্ব তহবিল থেকে এ ত্রাণ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী নিজ হাতে ত্রাণের প্যাকেট বিতরণ করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল বারী, বড়াইগ্রাম পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কালাম জোয়ার্দার, প্রবীণ আওয়ামী লীগ নেতা বনপাড়া পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সোবহান, বনপাড়া পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বনপাড়া পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মহিত কুমার সরকার, জেয়ারী ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য ফেরদৌস ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃ বৃন্দ।