করোনায় আক্রান্ত হয়েছেন কলকাতা বাংলা চলচিত্র অভিনেতা ‘সোমনাথ কর’। তিনি জনপ্রিয় অভিনেতা ‘জিৎ’ এর একান্ত সহযোগী এবং স্বপ্ন সাঁকো নিউজ এর নিজস্ব প্রতিবেদক দেলোয়ার হোসেন লাইফ এর ঘনিষ্ঠ বন্ধু।
গত ১৪ এপ্রিল থেকে শারীরিক অসুস্থতা এবং করোনা উপসর্গ দেখা দিলে ১৮ এপ্রিল কলকাতার একটি হাসপাতালে নমুনা দেন তিনি। নমুনা রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ আসে। এর পর থেকে তিনি হোম কোয়ারেন্টাইন এ চিকিৎসাধীন অবস্থায় আছেন। একই সাথে আক্রান্ত হয়েছে অভিনেতা জিৎ ও শুভশ্রী।
তিনি জানান- জি বাংলা’র মেগা-কম্পিটিশন ‘ডান্স বাংলা ডান্স’ অনুষ্ঠানের শ্যুটিং চলাকালীন করোনায় আক্রান্ত হয়েছি বলে ধারনা করছি। তিনি বাংলাদেশের সকল বন্ধু-বান্ধব, ভক্তবৃন্ধসহ শুধাকাঙ্খীদের কাছে দোয়া কামনা করেন। সোমনাথ কর ‘বস্, বস্-২, শেষ থেকে শুরুসহ অসংখ্য বাংলা ছবিতে অভিনয় করেছেন।