নাটোরে লকডাউনে কর্মহীন হয়ে পড়া দুস্থ ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০টায় নাটোর সদর উপজেলা পরিষদ চত্বরে করোনায় অস্বচ্ছল পত্রিকা বিতরণকারী, তৃতীয় লিঙ্গের সদস্যসহ শতাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করেন জেলা প্রশাসক শাহরিয়াজ পিএএ। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারোয়ার, উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার অংশ হিসেবে জনপ্রতি ১০কেজি চাল, আধা কেজি ডাল, ১লিটার সায়াবিন তেল, আলু এক কেজিসহ মোট ৬ ধরনের উপকরন দেওয়া হয়। এরমধ্যে ৩৮জন পত্রিকা বিতরণকারী, ১৫ জন তৃতীয় লিঙ্গের সদস্য এবং ৬ জন বেদে স¤প্রদায় রয়েছে।