নিজস্ব প্রতিবেদক, নাটোর
নাটোরে করোনা উপসর্গ নিয়ে নাটোর আধুনিক সদর হাসপাতালে ৫৫ বছর বয়স্ক এক নারী ভর্তি হয়েছেন। তিনি নাটোর সদরের কাদিম সাতুরিয়া এলাকার বাসিন্দা। বুধবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে তিনি জ্বর সর্দি কাশি নিয়ে ভর্তি হন।
নাটোর আধুনিক সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আব্দুর রাজ্জাক জানান, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে জ্বর সর্দি কাশি নিয়ে ৫৫ বছর বয়স্ক এক নারী ভর্তি হয়েছেন। তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। তার আদৌ করোনা ভাইরাস সংক্রমণ হয়েছে কিনা পরীক্ষার পরে জানা যাবে।
অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…