বড়াইগ্রাম এর উদীয়মান সাংবাদিক মোতালেব হোসেন করোনায় আক্রান্ত!
নিজস্ব প্রতিনিধি:
বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য উদীয়মান সংবাদিক মোতালেব হোসেন করোনায় আক্রান্ত হয়েছেন। আজ রাত ১০.৩০ এর দিকে বিষয়টি নাটোর জেলা সিভিল সার্জন ও বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে সাংবাদিক মোতালেব হোসেনের সঙ্গে যোগাযোগ করলে উনি বলেন- আমি আল্লাহর রহমতে সুস্থ আছি, আমার তেমন কোনো উপসর্গ নেই। তবে আমি স্বাস্থ্যবিধি মেনে চলছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন সুস্থ হয়ে আবারো সাংবাদিকতার মতো মহান পেশায় নিয়োজিত হতে পারি।