নিজস্ব প্রতিবেদক (বড়াইগ্রাম): আজ (১৭এপ্রিল) বড়াইগ্রাম উপজেলার ৭নং চান্দাই ইউনিয়ন এর কর্মহীন হত দরিদ্রদের মাঝে নিজ অর্থায়নে ত্রাণ বিতরণের সময় একথা বলেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী। এ সময় তিনি আরও বলেন, “আমার একার পক্ষে সবার খবর নেয়া সম্ভব নয়। আপনারা সজাগ থাকবেন। এবং আপনাদের এলাকায় কেউ অভুক্ত থাকলে আমাকে জানাবেন, আমি নিজে তার বাড়ি গিয়ে খাবার পৌছে দেবো।”
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বনপাড়া পৌরসভার ৮নং ওয়ার্ডে আওয়ামী লীগের সভাপতি আব্দুস সোবাহান, বনপাড়া পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালম, চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি – সাধারণ সম্পাদক ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী।