একটি ফোনেই বাড়ি পৌঁছে গেলো খাবার

নিজস্ব প্রতিনিধি(বড়াইগ্রাম):   ফোন পেয়ে বাড়িতে খাবার পৌছে দিলেন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান।

নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী ফোন পেয়ে দ্রুত এক বাড়িতে খাবার পৌছে দিয়েছেন।
সোমবার সকালে উপজেলার বনপাড়া পৌরসভার ০৪নং ওয়ার্ডের সৌরভী বিশ্বাসের বাড়িতে এই খাবার পৌছে দেন তিনি। সৌরভী শ্যামুয়্যেল বিশ্বাসের মেয়ে।

সৌরভী গত ২০ মার্চ ঢাকা থেকে বাড়ি ফিরে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে ছিলেন কিন্তু লকডাউনের কারণে বাহিরে বের হতে পারছেন না। কর্ম না থাকায় সংসার চালাতে পড়ে গেছেন সংকটে। নিরুপায় হয়েই ফোন করেন উপজেলা চেয়ারম্যান এর ব্যক্তিগত মুঠোফোনে। ফোন পেয়ে দ্রুত তার বাসায় প্রয়োজনীয় খাদ্য সহায়তা এবং কিছু নগদ অর্থ নিয়ে হাজির হন উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান বলেন- ওই মেয়েটি ঢাকাতে বসবাস করেন। সে আইনকে শ্রদ্ধা করে লকডাউন মেনে ঘর থেকে বের হয়নি। সে ফোন করাতে আমি নিজে এসে তার বাড়িতে খাবার পৌছে দিলাম । তিনি চলমান এই দুর্যোগ পরিস্থিতিতে সকলকে এই সরকারি আইন এবং নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানান, সেই সাথে যারা বিত্তবান আছেন তাদের প্রতি আহ্বান করেন, যেন অসহায়দের পাশে দাঁড়ান।

অপরদিকে বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের অসহায় ও নিম্নআয়ের ২০০ টি পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্য সহায়তা প্রদান করেন তিনি।

সোমবার বিকেলে রাজাপুর আবু বক্কর সিদ্দিক এর ধান খোলায় এই খাদ্য সহায়তা প্রদানের আয়োজন করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেক কে নিজে হাতে খাদ্য সামগ্রী তুলে দেন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান পাটোয়ারী। সে সাথে উপস্থিত সকলকে করোনাভাইরাস বিষয়ে সচেতনতা ও করণীয় বিষয়ক পরামর্শ দেন এবং সকলকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান। তিনি আরো বলেন- আমার উপজেলায় কোন ব্যক্তি না খেয়ে থাকবে না, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমার এই কর্মসূচি অব্যাহত থাকবে।

  • Online News

    Related Posts

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    নাটোরে দলীয় নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল শোডাউন করা বিএনপি নেতা দাউদার মাহমুদকে সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে দলটি। তিনি নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্যসচিব…

    You Missed

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    ঘটনার ৭ বছরপর সাবেক এমপি পাটোয়ারীর বিরুদ্ধে গুমের মামলা

    ঘটনার ৭ বছরপর সাবেক এমপি পাটোয়ারীর বিরুদ্ধে গুমের মামলা
    প্রাথমিক শিক্ষা ভাবনা-পর্ব: ১

    টানা ৪র্থ বার উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রেজাউল করিম

    টানা ৪র্থ বার উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রেজাউল করিম

    ডাকাতের প্রস্তুতি কালে পুলিশের অভিযানে ৬ ডাকাত আটক

    ডাকাতের প্রস্তুতি কালে পুলিশের অভিযানে ৬ ডাকাত আটক