একজন “হোসেন আলী’র জীবনাবসান!

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

ষাটের দশকের কথা, তখন পাকিস্থান শাসনামল, নাটোর জেলাধীন বড়াইগ্রাম উপজেলার ১ নং জোয়াড়ী ইউনিয়নের আওতাভুক্ত ভবানীপুর মোল্লা পাড়া গ্রাম। মোল্লা পরিবারের শেষ জমিদার বড় নবীর উদ্দিন মোল্লার বসবাস এই গ্রামে। পৌনে চার শত বিঘা সম্পদের মালিক তিনি। পরিবারের সদস্য সংখ্যা ছাড়াও প্রায় ৩৫/৪০ জন কর্মচারী এ বিশাল সম্পদের দেখাশোনা করে থাকে। হঠাৎ ই একদিন শীতের সকালে গ্রামের লোকজন ১৮/২০ বছরের যুবককে গ্রামের মসজিদের সামনে তিন রাস্তার মোড়ে চোর ভেবে বেঁধে রেখে মারতে থাকে। জমিদার নবির উদ্দিন মোল্লা জিজ্ঞাসা করলে এলাকাবাসী জানান- বিলের মধ্যে ধানের গাছ (লাড়া) গায়ে জড়িয়ে শুয়ে ছিল। জমিদার সাহেব বলেন-সে চোর না, চোর হলে পালিয়ে না গিয়ে ধানের গাছ গায়ে জড়িয়ে ঘুমিয়ে থাকবে কেন? এই বলে নিজের বাড়িতে নিজের পালিত সন্তান পরিচয় দিয়ে রেখে দেন যুবকটিকে। তৎকালীন যুবকটি তার নাম ঠিকানা কিছুই বলতে পারেনা, শুধু একটি কথাই তার মনে আছে “মা মারিচে রাগ করি চলি আইচি””। সবাই বুঝতে পারে সে কিছুটা ভারসাম্যহীন। জমিদার নবির উদ্দিন মোল্লা তার নামকরণ করেন “হোসেন আলী মোল্লা”।
শুরু হয় “হোসেন আলী’র নতুন জীবন। জমিদার নবীর উদ্দিন মোল্লার বিশাল সংসারের তিনিও একজন সদস্য, তখন থেকেই হাড়ভাঙ্গা পরিশ্রম করতে থাকে ওই সংসারে। যৌবনে বিয়ে দেওয়ার চেষ্টা করলেও যেকোনো কারণে বিয়ে করাতে সক্ষম হয়নি পরিবার, তার একই কথা ছিল বিয়ে করবে না। কেন? তা আজও কারো জানা নেই। জমিদার নবীর উদ্দিন মোল্লার একটি পা ভেঙে যায় ( গাছ পড়ে)। তারপর থেকে এই বিশাল সম্পদের দায়িত্ব পান নবির উদ্দিন মোল্লার বড় ছেলে বদিউজ্জামান মোল্লা (বদ্রু মেম্বার) তখনো হোসেন আলী সুঠাম দেহের অধিকারী একজন পরিশ্রমি যুবক। কথিত আছে ৮ থেকে ১০ জনের বোঝা সে একাই মাথায় করে বইতে পারতেন। জমিদার নবীর উদ্দিন মোল্লার জীবনাবসান এর কিছু আগে ছেলেরা যখন পৃথক হয়ে যায় তখন নবির উদ্দিন মোল্লা তার পালক সন্তান “হোসেন আলী” কে জিজ্ঞাসা করে- তুমি তোমার কোন ভাইয়ের দিকে থাকবে?? হোসেন মোহাম্মদ তার পিতাকে জানায়, মাজু ভাইয়ের দিকে ( নবীর উদ্দিন মোল্লার তৃতীয় পুত্র আ: মজিদ মোল্লা (মাজু আমিন )। সেই থেকে শুরু মজিদ মোল্লার সংসারে হোসেন আলী’র নতুন জীবন। জীবনের সম্পূর্ণ সময় কাটিয়েছেন পরিশ্রম করে। কোন কাজ যেন তাকে হার মানাতে না পারে এটাই ছিল তাঁর মনের অভিপ্রায়। অসুস্থ হয়ে পড়ে থাকেনি কখনো। শুধু সংসারের কাজই নয় মজিদ মোল্লার ছেলে মেয়ে এবং নাতি-নাতনিসহদের ও কোলে পিঠে করে মানুষ করেছেন তিনি।
১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে মুক্তি যুদ্ধ শুরু হলে নবীর উদ্দিন মোল্লার বাড়িতে মুক্তি যোদ্ধাদের অস্থায়ী ক্যাম্প স্থাপন হয়, সেখানে মুক্তিযোদ্ধাদের খাওয়ানো-দাওয়ানোসহ বিভিন্নভাবে সহযোগিতা করে তিনি অসামান্য ভূমিকা রাখেন, এবং যুদ্ধ চলা কালীন মোল্লা পরিবারের ছোট ছোট বাচ্চাদের দেখাশোনার দায়িত্ব ছিল তার ওপর।
জীবনে তার কোন চাওয়া পাওয়া নেই, বিয়ে-শাদী করেননি, অর্থ বৃত্তের কোন লোভ নেই, সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রম এবং সারারাত আপন মনে গান গেয়েই পার করেছেন তার সারাটি জীবন।
বিভিন্ন সময় আত্মীয় পরিচয়ে অনেকেই ফিরিয়ে নিতে এসেছেন, মোল্লা পরিবারের সতর্কতায় পরিচয় নিশ্চিত না হওয়ার কারণে ঐ সকল ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয়নি এই মানুষটিকে। তিনিও যেতে চান নাই এই পরিবারকে ছেড়ে।
একজন নিঃস্বার্থ ভালো মনের মানুষ হাওয়ায় গোটা এলাকায় সবাই তাকে ভালোবাসেন। জীবনের শেষ সময় আব্দুল মজিদ মোল্লার (মাজু আমিন) তৃতীয় পুত্র সাংবাদিক দেলোয়ার হোসেন লাইফ ছিল তার খুব প্রিয়। নিজে সংসার না করলেও ছোটবেলা থেকেই সাংবাদিক দেলোয়ার হোসেন লাইফ কে তিনি নিজের সন্তানের আসনে বসিয়েছিলেন। সাংবাদিক দেলোয়ারও পিতার মতোই দেখাশোনা করেছেন তাঁকে। আজ তার কাছে থেকেই হোসেন আলী’র জীবনাবসান হলো।
আজ ৩১ জুলাই শুক্রবার ভোর ৪.২০ টায় বার্ধক্য জনিত কারণে তার মৃত্যু হয়। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এই মানুষটি র সম্পর্কে জানতে চাইলে- আ: মজিদ মোল্লা বলেন- রক্তের কেউ না হলেও হোসেন আলী আমার ভাই। সে পাশে থাকলে আমি ভরসা পেতাম। তার জীবনাবসানে আমি একা হয়ে গেলাম। আমার জানামতে আমাদের পরিবারে আসার ৬০ বছরের দীর্ঘ জীবনে কাউরো কোন ক্ষতি করেনি সে। নাম ঠিকানা না জানা মানুষটির বিষয়ে জানতে চাইলে- সাংবাদিক দেলোয়ার হোসেন লাইফ বলেন- নিজের চাচা হিসেবে পেয়েছি, তাঁর কোলে পিঠে মানুষ হয়েছি, আমি প্রতিষ্ঠিত হওয়ার পর তার ছোট ছোট আবদার গুলো ছিলো আমার কাছেই। নিজের বাবার মতই দেখাশোনা করেছি, আমার দাদা, বাবা এবং আমার সংসারে তার অবদান ও তার ঋন কখনো শোধ হবার নয়।
তিন বেলা খাবার, প্রয়োজনে পোশাক, আর দু-চারটি টাকা ছাড়া তার জীবনের আর কোন চাওয়া পাওয়া ছিল না।
৬০ বছর আগে কোথা থেকে এসেছিলেন? কেন এসেছিলেন? কে তার বাবা মা? কে তার আত্মীয় স্বজন? অজানাই রয়ে গেল।
হয়তো তার মা-বাবা! ভাই বোন! আত্মীয়-স্বজন আজও অপেক্ষা করে আছে, রাগ করে বাড়ী থেকে বেরিয়ে যাওয়া ছেলেটি কোন একদিন ফিরে আসবে। তার এই জীবনাবসানে মোল্লা পরিবার ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

 

  • Online News

    Related Posts

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    নাটোরে দলীয় নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল শোডাউন করা বিএনপি নেতা দাউদার মাহমুদকে সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে দলটি। তিনি নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্যসচিব…

    You Missed

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    ঘটনার ৭ বছরপর সাবেক এমপি পাটোয়ারীর বিরুদ্ধে গুমের মামলা

    ঘটনার ৭ বছরপর সাবেক এমপি পাটোয়ারীর বিরুদ্ধে গুমের মামলা
    প্রাথমিক শিক্ষা ভাবনা-পর্ব: ১

    টানা ৪র্থ বার উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রেজাউল করিম

    টানা ৪র্থ বার উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রেজাউল করিম

    ডাকাতের প্রস্তুতি কালে পুলিশের অভিযানে ৬ ডাকাত আটক

    ডাকাতের প্রস্তুতি কালে পুলিশের অভিযানে ৬ ডাকাত আটক