আজ ৮ মে’২১ ঈশ্বরদী উপজেলা রোডস্থ গ্রীন জুয়েল কিন্ডারগার্টেন স্কুলে সূর্যোদয় সংস্কৃতি ও নাট্যগোষ্ঠীর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সলিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাপ্তাহিক জংসন সম্পাদক ডিডিপির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার শিল্পী সুফি-সাধক গুরুজি এস এম রাজা, সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনা জেলা শাখার সভাপতি মোঃ আবুল কাশেম ও জোটের ঈশ্বরদী শাখার সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ ইসমাইল হোসেন। সূর্যোদয়ের সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সাধারন সম্পাদক হায়ছাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক জোট পাবনার সাবেক সভাপতি ফরিদুল ইসলাম খোকন, সহ সভাপতি মাহবুবুল আলম লিটন, গন শিল্পী সংস্থার সাবেক সম্পাদক বিপ্লব ভৌমিক, দর্পণ সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর সাধারন সম্পাদক আসাদুজ্জামান খোকন, শাহীন আহমেদ সীমান্ত, ইয়াছিন আলী, আমরা মুক্তি যোদ্ধা সন্তান ঈশ্বরদী কমান্ডের সভাপতি আব্দুর রহমান মিলন প্রমুখ।
এ’অনুষ্ঠানে সূর্যোদয়ের প্রয়াত কর্মকর্তা রমজান আলী ও মাসুদ পারভেজ রানার স্মরণে বিশেষ মোনাজাত করা হয়। এ অনুষ্ঠানে সূধী ও সূর্যোদয়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।