নাটোর পৌরসভা প্রধানমন্ত্রী নগদ ভিজিএফ বিতরণ। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নাটোর পৌরসভার ০৯ টি ওয়ার্ডের দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে মঙ্গলবার সকাল ১১ টায় নাটোর পৌরসভা চত্বরে মাননীয় প্রধানমন্ত্রীর নগদ ভিজিএফ (অর্থ) বিতরণ করা হয়েছে। এসময় পৌর মেয়র উমা চৌধুরী উপস্থিত থেকে নয়টি ওয়ার্ডের সকলের মাঝে ভিজিএফ বিতরণ করেন। এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সব সময় গরিব-দুঃখীদের পাশে ছিল, আগামীতেও থাকবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় কর্মজীবী মেহনতী মানুষের কথা বলতেন, আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন সব সময় বঙ্গবন্ধুর দেখানো পথে আমরা হাটতে পারি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, উপদপ্তর সম্পাদক প্রভাষক আকরামুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল-সাকিব বাকি এবং প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলরগণ।