বিশেষ প্রতিনিধি নাটোরঃ
নাটোরের করোনা আক্রান্তের তথ্য নিয়ে আবারও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। আজ ‘আইইসিডিআর’ এর নিয়মিত সংবাদ সম্মেলনে নাটোর জেলাকে আক্রান্ত জেলা হিসেবে ঘোষণা করা হলেও তাদের ওয়েবসাইটে আজকের তথ্যে নাটোরের নামই দেখা যাচ্ছে না।
এর আগে ২৩ এপ্রিল বৃহস্পতিবার ঢাকায় কর্মরত নাটোরের একজনের আক্রান্তের তথ্য নাটোরের মধ্যে দিলে বিভ্রান্তে পরে যায় নাটোর বাসি।
আজকের বিষয়ে সিভিলসার্জন অফিস থেকে জানানো হয়েছে -‘তাদের কাছে এরকম কোন খবর নাই। বিষয়টি পরিস্কার হওয়ার জন্য আইইসিডিআর- এ যোগাযোগ করা হচ্ছে।’
অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…