নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে নিজস্ব অর্থায়নে উপজেলার নগর ইউনিয়নের ২০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সামাজিক দূরত্ব বজায় রেখে মেরিগাছা প্রাথমিক বিদ্যালয় মাঠে উপস্থিত নিম্ন আয়ের অসহায় দুস্থদের মাঝে এ সহায়তা তুলে দেন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। খাদ্য সহায়তা বিতরনের পূর্বে তার বক্তব্যে বলেন- “আপনার বাড়িতে খাবার পৌঁছে দেওয়া এটা আমার দায়িত্ব ” । সেইসাথে তিনি চলমান মরণঘাতী করোনা ভাইরাস সম্পর্কে উপস্থিত সকলকে অবগত করেন এবং এই দুর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়ে সচেতন করেন।
এই নগর ইউনিয়নের সরকারি ত্রাণ সহায়তা তালিকায় ব্যাপক বৈষম্য হয়েছে উল্লেখ করে তিনি বলেন- যারা প্রকৃত উপকারভোগী তারা এখন পর্যন্ত কোন ত্রাণ সহায়তা পায় নাই, এবং মৎস্যজীবী পাড়ার ১২৮ টি পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা পেয়েছে মাত্র কয়েকজন। এই বৈষম্য দূর করে প্রকৃত উপকারভোগীদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ত্রাণ সামগ্রী সুষ্ঠুভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।
এছাড়াও, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, অত্র এলাকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইউনিয়ন আনসার ভিডিপি কর্মকর্তা এবং ওয়ার্ড পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত গ্রাম পুলিশদের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে প্রকৃত দরিদ্র অসহায় পরিবারের মাঝে চাউল বিতরণ ও রেশনিং পদ্ধতি চালু করে এবং তা বাস্তবায়নের জোর দাবি জানান তিনি।