স্বপ্ন সাঁকো রিপোর্ট:
আগামী কাল ২১ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুর দেড়টায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ভারতের উপহার স্বরূপ ২০ লাখ ডোজ ভ্যাকসিন আসবে বাংলাদেশে, ২৫শে জানুয়ারি আসবে ৫০ লাখ ক্রয়কৃত ভ্যাকসিন- জানালেন স্বাস্থ্য সচিব আবদুল মান্নান। করোনাভাইরাস প্রতিরোধে ক্রয় করা ৫০ লাখ ডোজ টিকা ২৫ জানুয়ারি ঢাকায় আসবে বলেও জানান তিনি।
বুধবার বিষয়টি নিশ্চিত করে সচিব বলেন, প্রথম মাসে ৬০ লাখ মানুষকে টিকা দেওয়া হবে। তৃতীয় মাসে এরাই আবার দ্বিতীয় ডোজ পাবেন। প্রথম দিন কুর্মিটোলা হাসপাতালে ফ্রন্টলাইনারসহ ২৫ জনকে দেওয়া হবে টিকা। কুর্মিটোলা, কুয়েত মৈত্রী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরের দিন আরো ৫০০ জনকে দেওয়া হবে। পরে তাদের কয়েক দিন পর্যবেক্ষণ করে ফুল ফেইজে টিকা প্রয়োগ শুরু হবে বলেও জানান সচিব।
সমাজের বিভিন্ন সেক্টরের ২৫ জনকে প্রথম দিন করোনার টিকা দেয়া হবে, এ কার্যক্রমের উদ্বোধন করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা- এমনটিও জানিয়েছেন স্বাস্থ্য সচিব। হাসপাতালের বাইরে কেন্দ্র হবে না জানিয়ে আবদুল মান্নান বলেন, হাসপাতালের বাইরে কোনো কেন্দ্র হবে না, কারণ সবাইকে পর্যবেক্ষণে রাখা হবে। ভ্যাকসিন নেওয়া সবাই টেলিমেডিসিনের আওতায় থাকবে।