প্রাইভেট পড়তে না যাওয়ায় যমজ দুই মেয়েকে বকাঝকা করেন মা। আর এতে মায়ে উপর অভিমানে দুই বোনের বিষপানে আত্মহত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে নাটোরের গুরুদাসপুরে বিয়াঘাট ইউনিয়নের সুজার মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে।
জমজ দুই বোনের নাম হাসি ও খুশি। ওই ঘটনায় হাসির মৃত্যু হয়েছে। আর খুশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তারা স্থানীয় বিয়াঘাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী এবং সুজার মোড় এলাকার ফারুক হোসেনের মেয়ে।
বিয়াঘাট ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক এবং গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পারিবার সূত্রে জানা গেছে, সোমবার প্রাইভেট পড়তে না যাওয়ায় দুজনকে বকাঝকা করেন তাদের মা। এরই জেরে মঙ্গলবার দুপুরে দুই বোন একসঙ্গে কীটনাশক পান করে। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে হাসপাতালে নেওয়ার পথে আলিপুর এলাকায় পৌঁছালে হাসির মৃত্যু হয়। এরপর সঙ্কটাপন্ন অবস্থায় খুশিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম জানান, খুশির প্রয়োজনীয় চিকিৎসা চলছে। তবে এখনই শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।