নাটোরের বাগাতিপাড়ায় অটো থেকে ছিটকে পড়ে সুব্রত (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার চকতকিনগর এলাকার নিরোদের ছেলে। পেশায় সে স্থানীয় একটি ঔষধের দোকানের কর্মচারী ছিলো।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সে উপজেলার তমালতলা বাজার থেকে ব্যাক্তিগত কাজের উদ্দেশ্যে অটোযোগে জেলা শহর নাটোরে যাচ্ছিলেন। সে অটোর সামনে বসা থাকা অবস্থায় জিগরী-কাকফো এলাকার মাঝামাঝি পাকা সড়কে হঠাৎ করে পড়ে গেলে মাথায় অঘাতপ্রাপ্ত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা দিয়ে অবস্থার উন্নতি না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ওই দিন বিকালে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
পরে গত রাতেই সে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ।
মৃত যুবকের স্বজনরা কালবেলাকে বলেন, সে দীর্ঘদিন মৃগী রোগে আক্রান্ত ছিলো। তাদের ধারণা মৃগী রোগের কারণে সে অটো থেকে পড়ে গিয়েছিলো। রিপোর্ট লেখা পর্যন্ত যুবকের মৃতদেহ নিজ এলাকায় পৌছায়নি। বাগাতিপাড়া মডেল থানা ওসি সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি তিনি শুনেছেন। এ ব্যাপারে রাজশাহীর রাজপাড়া থানায় ইউডি মামলা হওয়ার কথা রয়েছে বলেও তিনি জানান।