নাটোরের লালপুরে রেললাইনের ধার থেকে অজ্ঞাত (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৫ জুলাই) বিকাল ৬ টার দিকে উপজেলার চংধুপইল ইউনিয়নের করিমপুর জোড়া রেলগেট এলাকায় এঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরাদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এখনো লাশের পরিচয় পাওয়া যায় নি। ধারণা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। এবিষয়ে লালপুর থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।