নাটোরের গুরুদাসপুর থানাপুলিশ গত(১০ জুলাই) দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে ছয় সদস্যের একটি ডাকাত দলকে আটক করেছে। অভিযানের সময় পুলিশ একটি পিকআপ গাড়ি, দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করেছে। বৃহস্পতিবার বিকেলে তাদের নাটোর কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
থানাপুলিশ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ হাটি কুমরুল মহাসড়ক এলাকার টোলপ্লাজার পশ্চিম পাশে ডাকাতির প্রস্তুতির সময় তাদের আটক করা হয়। পুলিশের এই সফল অভিযানে এলাকার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে।
আটককৃত আসামীদের নিকট থেকে নীল-হলুদ রঙের একটি টাটা পিকাপ গাড়ি,তালা কাটার যন্ত্র, চাকু, লোহার রড, ফ্লায়াার্স ও স্ক্রু ড্রাইভার সহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে ।
আটককৃতরা হলেন, সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার সাকুরতলা গ্রামের মৃত্যু আফজাল হোসেনের ছেলে মোকাদ্দেস (৬০), নওগাঁ জেলার মান্দা থানার ঘাটকোর মধ্যেপাড়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে মিঠু (২৮) (ড্রাইভার), সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার মেঘুল্লা গ্রামের আব্বাস মন্ডলের ছেলে নাইম (২৮) ও একই জেলার সদর থানার সাকার পড়া গ্রামের সাদ্দমের ছেলে হোসেন আলী (২০), এনায়েতপুর থানার গোফরেখী মধ্যম পাড়ার মৃত ইনসাফ আলীর ছেলে এমদাদুল (৪৫) ও শাহজাদপুর থানার বাচামারা গুচ্ছগ্রামের হাবিবুর রহমানের ছেলে সুজন(২৫)। ধৃত ডাকাত দলের বিরুদ্ধে ১১ জুলাই ৩৯৯/৪০২ ধারায় পেনাল কোডে মামলা দায়ের হয়েছে।
গুরুদাসপুর থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. উজ্জ্বল হোসেন জানান, “গতকাল বুধবার গভীররাতে থানা পুলিশের অভিযানের মাধ্যমে ছয় সদস্যর একটি ডাকাতদল একটি পিকাপ গাড়ি ও ডাকাতির সরঞ্জাম সহ আটক হয়। আসামী দেরকে আজ বৃহস্পতিবার দুপুরে নাটোর কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পিকাপ গাড়িসহ ডাকাতি সরঞ্জাম থানায় জব্দ রয়েছে।”