নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর কর্মকর্তা-কর্মচারীগণ বিভিন্ন দাবীতে ১ জুলাই থেকে অদ্যাবধি কর্মবিরতি পালন করছেন। তারই অংশ হিসেবে গতকাল সোমবার সদর দপ্তর বনপাড়া কার্যালয় চত্বরে আয়োজিত সমাবেশে মিটার রিডিং বন্ধ ঘোষণা দিয়ে বক্তব্য রাখেন গুরুদাসপুর জোনাল অফিসের ডিজিএম মিজানুর রহমান বিশ্বাস, লালপুর জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম, বাগাতিপাড়া জোনাল অফিসের ডিজিএম সুবির কুমার দত্ত, আইটি এর রাকিবুল হাসান প্রমুখ।
সমাবেশে বক্তাগণ বলেন, বনপাড়া সদর দপ্তর সহ ৪ টি জোনাল ও ২ টি সাব জোনাল অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ কয়েকটি দাবী যেমন-স্মার্ট ও টেকসই বাংলাদেশ বিনির্মানে BREB-PBS একীভূতকরণ, অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিতকরণসহ অন্যান্য দাবীতে বিদ্যুৎ ব্যবস্থা সচল রেখে কর্মবিরতি পালন করা হচ্ছে। তারা আরো বলেন, গত ৭ জুলাই মিটার রিডিং বহি পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জিএম সাহেবের কাছে জমা দেয়া হয়েছে এবং মিটার রিডিং এর কাজ আজ সোমবার থেকে বন্ধ করা হয়েছে। এ সমিতির আওতায় চার লক্ষাধিক মিটার রয়েছে। তাদের দাবী পুরণ না হওয়া পর্যন্ত কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানান বক্তাগণ।
পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জিএম প্রকৌশলী বিপ্লব কুমার সরকার বলেন, “প্রতীকিস্বরুপ ৭ জুলাই কয়েকখানা মিটার রিডিং বহি আমাকে দেয়া হয়েছে এবং মিটার রিডিং বন্ধ রাখার কথা বলেছেন কর্মবিরতি পালনকারীরা। বিষয়টি আমি উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছি।”