নাটোরের বড়াইগ্রাম উপজেলায় রাজনৈতিক পূর্বশত্রুতার জেরে ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিককে কুপিয়ে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও গ্রামবাসী। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে উপজেলার চান্দাই বাজারে মানববন্ধন করা হয়।
এর আগে গত ১৫ জুন বিকেলে মাছ বিক্রি করে বাড়ি ফেরার সময় নিহত আশিকের বাবা মিরন অরকারের ওপর অতর্কিত হামলা হয়। এ সময় আশিক তাঁর বাবাকে রক্ষা করতে গেলে তাঁকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। পরে আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল (রামেক) কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গত ৩০ জুন তিনি মারা যান।
মানববন্ধনে নিহত আশিকের বাবা মিরন সরকার বলেন, ‘নিজ পুকুরের মাছ বিক্রি করতে আসার সময় বিনা অপরাধে আমাকে মারধর করা হলো। আমাকে উদ্ধার করতে গিয়ে তাদের মারধরে আমার ছেলে মারা গেল। আমাকে যারা উদ্ধার করতে গেল, তাদের নামেও মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হলো। অথচ প্রচার করা হচ্ছে, সরকারি পুকুরে মাছ মারার কারণে সংঘর্ষ হয়েছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।’