নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ঈদুল আযহা উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে ২টি ষাঁড় কোরবানি করে তার মাংস দুঃস্থ, অসহায় মানুষের মাঝে বিতরণ করেছেন নাটোর-৪ সংসদীয় আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিুর রহমান পাটোয়ারী। ঈদের দিন সোমবার বিকেল চারটার দিকে পাটোয়ারী জেনারেল হাসপাতালের সামনে নিজ হাতে সকল ধর্মাবলম্বী প্রায় এক হাজার পাঁচ শ’ মানুষের প্রত্যেককে ৬০০ গ্রাম করে মাংস প্রদান করেন তিনি। উল্লেখ উক্ত ২টি ষাঁড়ের ২২ মন মাংস হয়। এছাড়া অপর একটি ষাঁড় নিজ নামে কোরবানি দিয়েছেন তিনি। দুঃস্থ, অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ উপভোগ ও সাম্প্রদায়িক সম্প্রিতি বন্ধনের লক্ষ্যে সকল ধর্মাবলম্বী মানুষের মাঝে এ মাংস বিতরণ করা হয়। সুষ্ঠভাবে বিতরণের লক্ষ্যে আগত সকলকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে প্রথমে তাদের আঙ্গুলে অমোচন কালি লাগিয়ে, পরে তাদের হাতে তুলে দেয়া হয় মাংসের পলিথিন ব্যাগের পুটুলি। মাংস বিতরণকালে পুলিশ বাহিনী ও দলীয় নেতা-কর্মীরা তাকে সহযোগিতা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ও বনপাড়া পৌর কাউন্সিলর মোহিত কুমার সরকার, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি জামাল উদ্দিন মিয়াজি প্রমূখ।