নাটোরের গুরুদাসপুরে যৌতুকের দাবিতে স্ত্রী রিনা খাতুনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা মামলায় স্বামী রনি মোল্লাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার(১৫ নভেম্বর) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত রনি মোল্লা গুরুদাসপুর উপজেলার পুরুলিয়া গ্রামের বাসিন্দা।
আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১২ সালে রনি মোল্লার সঙ্গে রিনা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে তাকে শারীরিক নির্যাতন শুরু করেন স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন। বিষয়টি জেনে মেয়ের সুখের কথা চিন্তা করে রনিকে এক লাখ টাকা যৌতুক দেন রিনার বাবা। এর পরও একাধিকবার যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করেন রনি। এর ধারাবাহিকতায় ২০১৮ সালের ১৫ সেপ্টেম্বর নির্যাতনের একপর্যায়ে রিনাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। খবর পেয়ে আহত মেয়েকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা মফিজ উদ্দিন বাদী হয়ে রিনার স্বামী রনি মোল্লাসহ ৫ জনের নামে গুরুদাসপুর থানায় মামলা করেন।
আদালতের স্পেশাল পিপি আনিসুর রহমান জানান, জরিমানার টাকা নিহতের বাবা-মা পাবেন বলে রায়ে উল্লেখ করা হয়েছে।