নাটোরের লালপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ নভেম্বর ) সন্ধ্যায় লালপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে একর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ।
এসময় লালপুর উপজেলা যুবলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি কামরুল হাসান মিল্টনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালিদ হাসান সরলে সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু।
এর আগে, লালপুর ত্রি-মোহনী হতে একটি র্যালি বের হয়ে লালপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সামনে এসে শেষ হয়। পরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লালপুর ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ, লালপুর উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি পারভিন আক্তার বানু, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন, ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাসেল, লালপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোলায়মান হোসেন রিপন প্রমুখ।