গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও কবর জিয়ারত শেষে এ কথা বলেছেন ৬১, নাটোর-৪(গুরুদাসপুর -বড়াইগ্রাম) আসনের নবনির্বাচিত এমপি ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
এসময় তিনি বলেন, “আমার বাঁকিটা জীবন জাতির পিতার স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নের জন্য, সুখী সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের জন্য উৎসর্গ করেছি।”
এর আগে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে তিনি তাঁর নির্বাচনী এলাকা গুরুদাসপুর ও বড়াইগ্রামের নেতা-কর্মীদের নিয়ে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন। শুক্রবার সকালে সেখানে ফজরের নামাজ আদায় করে সকাল দশটার দিকে তিনি বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেন।
এসময় তার সফর সঙ্গী ছিলেন, নাটোর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ, বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহনাজ পারভীন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান গোলবার, সাধারণ সম্পাদক মুজিবুর মাস্টার, সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ সরকার, জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কালাম আজাদ, জোয়াড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান চাঁদ মাহমুদ, নাটোর জেলা পরিষদের সাবেক সদস্য ও বড়াইগ্রাম উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক আবুল কালাম জোয়াদ্দার, মাছগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোকন মোল্লা, বনপাড়া পৌর যুবলীগের সভাপতি জাকির সরকার ও সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ ও সাংগঠনিক সম্পাদক মান্নান, বড়াইগ্রাম উপজেলা মাদকবিরোধী নাগরিক কমিটির সম্মানিত সভাপতি আব্দুস সোবাহান প্রামানিক এছাড়াও গুরুদাসপুরের-নাটোর জেলা পরিষদের সদস্য ও গুরুদাসপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সরকার মোঃ মেহেদী হাসান, ৬নং চাপিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মাস্টার, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদ ওয়াজেদ আলী, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সদস্য সাইমন পাটোয়ারী, ২নং বড়াইগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা, ৪নং নগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি এডভোকেট জুলফিকার আলী মিঠু, গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগ নেতা প্রিন্সিপাল হাবিব, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বারী এছাড়াও বড়াইগ্রাম-গুরুদাসপুর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আওয়ামী লীগের সাবেক এমপি মো. আব্দুল কুদ্দুসের মৃত্যুতে নাটোর-৪ আসন শূন্য হলে উপনির্বাচন হয়। তবে প্রার্থী কেবল একজন থাকায় সিদ্দিকুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
একাদশ সংসদের মেয়াদ আর কয়েক মাস থাকায় স্বল্প সময়ের জন্য এমপি হন সিদ্দিকুর রহমান পাটোয়ারী। আগামী জানুয়ারিতে দ্বাদশ সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি।
1906
1698