টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে নাটোরের এমপি পাটোয়ারী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে কবর জিয়ারত করেছেন নাটোর-৪ আসনের নবনির্বাচিত এমপি ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

এর আগে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে তিনি তাঁর নির্বাচনী  এলাকা গুরুদাসপুর ও বড়াইগ্রামের নেতা-কর্মীদের নিয়ে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন। শুক্রবার সকালে সেখানে ফজরের নামাজ আদায় করে সকাল দশটার দিকে তিনি বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেন।

এ সময় তিনি সাংবাদিকের এক প্রশ্নের জবাবে বলেন, “আমার বাঁকিটা জীবন জাতির পিতার স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নের জন্য, সুখী সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের জন্য নিজেকে উৎসর্গ করেছি।”

তিনি আরো বলেন, আমি মনোনয়নপত্র পাওয়ার একদিন পরেই তা জমা দেয়ার শেষ তারিখ থাকায় সকল কর্মকান্ড শেষ করে সে সময় বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে আশেপা আসতে পারিনি। প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও সময় স্বল্পতা এবং আবহাওয়া অত্যন্ত খারাপ হওয়ার কারণে আমি আমার নির্বাচনী এলাকার অনেক নেতা-কর্মীদের আনতে পারিনি। আশা আপনারা আমাকে মার্জনা করবেন।”

এসময় তার সফর সঙ্গী ছিলেন, নাটোর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ, বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহনাজ পারভীন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান গোলবার, সাধারণ সম্পাদক মুজিবুর মাস্টার, সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ সরকার, জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কালাম আজাদ, জোয়াড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান চাঁদ মাহমুদ, নাটোর জেলা পরিষদের সাবেক সদস্য ও বড়াইগ্রাম উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক আবুল কালাম জোয়াদ্দার, মাছগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোকন মোল্লা, বনপাড়া পৌর যুবলীগের সভাপতি জাকির সরকার ও সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ ও সাংগঠনিক সম্পাদক মান্নান, বড়াইগ্রাম উপজেলা মাদকবিরোধী নাগরিক কমিটির সম্মানিত সভাপতি আব্দুস সোবাহান প্রামানিক এছাড়াও গুরুদাসপুরের-নাটোর জেলা পরিষদের সদস্য ও গুরুদাসপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সরকার মোঃ মেহেদী হাসান, ৬নং চাপিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মাস্টার, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদ ওয়াজেদ আলী, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সদস্য সাইমন পাটোয়ারী, ২নং বড়াইগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা, ৪নং নগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি এডভোকেট জুলফিকার আলী মিঠু, গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগ নেতা প্রিন্সিপাল হাবিব, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বারী এছাড়াও বড়াইগ্রাম-গুরুদাসপুর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে তিনি তাঁর সফর সঙ্গীদের নিয়ে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন। শুক্রবার সকালে সেখানে ফজরের নামাজ আদায় করে সকাল দশটার দিকে তিনি বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেন

উল্লেখ্য, আওয়ামী লীগের সাবেক এমপি মো. আব্দুল কুদ্দুসের মৃত্যুতে নাটোর-৪ আসন শূন্য হলে উপনির্বাচন হয়। তবে প্রার্থী কেবল একজন থাকায় সিদ্দিকুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

একাদশ সংসদের মেয়াদ আর কয়েক মাস থাকায় স্বল্প সময়ের জন্য এমপি হন সিদ্দিকুর রহমান পাটোয়ারী। আগামী জানুয়ারিতে দ্বাদশ সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি।

  • Online News

    Related Posts

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    নাটোরে দলীয় নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল শোডাউন করা বিএনপি নেতা দাউদার মাহমুদকে সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে দলটি। তিনি নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্যসচিব…

    You Missed

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    ঘটনার ৭ বছরপর সাবেক এমপি পাটোয়ারীর বিরুদ্ধে গুমের মামলা

    ঘটনার ৭ বছরপর সাবেক এমপি পাটোয়ারীর বিরুদ্ধে গুমের মামলা
    প্রাথমিক শিক্ষা ভাবনা-পর্ব: ১

    টানা ৪র্থ বার উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রেজাউল করিম

    টানা ৪র্থ বার উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রেজাউল করিম

    ডাকাতের প্রস্তুতি কালে পুলিশের অভিযানে ৬ ডাকাত আটক

    ডাকাতের প্রস্তুতি কালে পুলিশের অভিযানে ৬ ডাকাত আটক