নাটোরের বড়াইগ্রামের জোয়াড়ী ইউনিয়নের রামাগাড়ী এলাকায় গলায় ছুরি চালিয়ে ভ্যান চালকের নিকট হতে ভ্যান ছিনতাই ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার(১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রামাগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। ওই ভ্যান চালকের নাম আবু তালেব (৪৫) সে লালপুরের ওয়ালিয়া গ্রামের মৃত আবু বক্কারের ছেলে। স্থানীয়রা আহত ভ্যান চালককে গলা কাটা অবস্থায় উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আহত ভ্যান চালকের স্ত্রী মাবিয়া বেগম জানান, ‘তার স্বামী আবু তালেব রাত ৮টার দিকে ৪জন পুরুষ যাত্রী নিয়ে রামাগাড়ীর উদ্দেশ্যে রওনা দেয়। রামাগাড়ী সড়কে পৌঁছানোর পর যাত্রীবেশী ওই ৪ দুর্বৃত্ত আবু তালেবের গলায় ধারালো ছুরি চালিয়ে হত্যার চেষ্টা করে ও ভ্যান ছিনতাই করে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে তার হাতেও ছুরি দিয়ে উপুর্যুপরি আঘাত করে দ্রুত সরে পড়ে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।’
বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালের স্বত্বাধিকারী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী জানান, গলায় ছুরির আঘাতটি গুরুতর তাই তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক এস আই শরীফুল ইসলাম জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল যাই আহত ভ্যান চালকের চিকিৎসার খোঁজ নেই। আজ রাত থেকেই দুর্বৃত্তদের ধরতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছি৷ এ ব্যাপারে আইনী সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।’