এমপি বকুলসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা!

ঘটনার তিন বছর পর নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল সহ ৫ জনের নামে আদালতে হত্যা মামলা দায়ের করেছেন মৃত ব্যক্তির স্ত্রী।

বৃহস্পতিবার(১ জুন) নিহত আইয়ুব আলীর স্ত্রী শাহানাজ পারভীন(৫০) বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে আগামী ১৫ জুন মামলার আদেশের দিন ধার্য করেছে নাটোরের জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মোঃ আবু সাঈদ। এসময় আদালত বাগাতিপাড়া থানার ওসিকে অপমৃত্য (ইউডি) মামলার রিপোর্ট, পোস্টমর্টেম রিপোর্ট, সুরতহাল এবং ভিসেরা রিপোর্ট আদালতে প্রেরণ করার আদেশ দেন।

 

মামলার অন্যান্য আসামিরা হলেন, মহিদুল ইসলাম (৩৬), মিজানুর রহমান (৩৬), মাইনুল ইসলাম (৩২) ও আবদুল মজিদ (৫৫)।

 

মামলা সুত্রে জানা যায়, সংসদ সদস্য শহিদুলের নির্দেশে ২০২০ সালের ২০ ফেব্রুয়ারি অন্য আসামিরা তাঁর (বাদীর) স্বামী আইয়ুব আলীকে বাড়ি থেকে ধরে নিয়ে যান। ওই দিন সকালে শহিদুলের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে আইয়ুবকে দেনাদার সাব্যস্ত করে শহিদুল তাঁর কাছ থেকে লিখিত কাগজপত্র করে নেওয়ার হুকুম দেন। আইয়ুব তাতে আপত্তি করলে সংসদ সদস্য তাঁকে মারধর করে বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়ার হুকুম দেন। এ সময় অন্য আসামিরা তাঁকে মারধর করেন। এতে আইয়ুব জ্ঞান হারিয়ে ফেলেন।

 

আরজিতে আরও বলা হয়, গুরুতর আহত অবস্থায় আইয়ুবকে ভ্যানে করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে সোহাগ আলী বাদী হয়ে বাগাতিপাড়া থানায় মামলার আবেদন করেন। নিহত ব্যক্তির সুরতহাল তৈরি এবং নাটোর আধুনিক সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত করলেও আবেদনটি মামলা হিসেবে নেয়নি পুলিশ।

 

পরে মামলার জন্য আদালতের দ্বারস্থ হন নিহত আইয়ুব আলীর স্ত্রী। আরজিতে তিনি লিখেছেন, প্রধান আসামি একজন সংসদ সদস্য হওয়ায় তাঁর চাপে এ বিষয়ে এত দিন আইনি পদক্ষেপ নিতে পারেননি। এ জন্য মামলা করতে দেরি করেছেন।

 

বাদীর আইনজীবী সুফি মো. মমতাজ রায়হান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং আইনানুগ আদেশ প্রদানের জন্য দিন ধার্য করেছেন। আমরা আদেশের জন্য অপেক্ষা করব।’

এ বিষয়ে সংসদ সদস্য শহিদুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘মামলার কথিত ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তা ছাড়া বিষয়টি পুরোনো ও নিষ্পত্তিকৃত। সংসদ সদস্যের দাবি, সামনে নির্বাচন। নির্বাচনে ঘোলা পানিতে মাছ শিকারের জন্য তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা করে অন্যায় ফায়দা নেওয়ার চেষ্টা করছে তার প্রতিপক্ষরা।’

  • Online News

    Related Posts

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    নাটোরে দলীয় নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল শোডাউন করা বিএনপি নেতা দাউদার মাহমুদকে সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে দলটি। তিনি নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্যসচিব…

    You Missed

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    ঘটনার ৭ বছরপর সাবেক এমপি পাটোয়ারীর বিরুদ্ধে গুমের মামলা

    ঘটনার ৭ বছরপর সাবেক এমপি পাটোয়ারীর বিরুদ্ধে গুমের মামলা
    প্রাথমিক শিক্ষা ভাবনা-পর্ব: ১

    টানা ৪র্থ বার উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রেজাউল করিম

    টানা ৪র্থ বার উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রেজাউল করিম

    ডাকাতের প্রস্তুতি কালে পুলিশের অভিযানে ৬ ডাকাত আটক

    ডাকাতের প্রস্তুতি কালে পুলিশের অভিযানে ৬ ডাকাত আটক