নাটোরের লালপুরে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে গলায় ফাঁস দিয়ে মোয়াজ্জেম আলী (৫২) নামে এক ফেরিওয়ালা আত্মহত্যা করেছে।
রবিবার (৩০ এপ্রিল) ভোরে উপজেলার আড়বাব ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এঘটনা ঘটে। মোয়াজ্জেম আলী একই এলাকার মোতালেব আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মোয়াজ্জেম আলী গ্রামে গ্রামে ফেরি করে ভাঙারি ব্যবসা করতেন। তিনি বিভিন্ন ব্যাংক এবং এনজিও থেকে ঋণের টাকা এনে দেনায় জর্জরিত হয়ে পড়েন। সকালে তার কিস্তি দেওয়া কথা ছিল। কিন্তু সে এই টাকা জোগাড় করতে পারেনি। পরে ভোরে স্ত্রী রান্নাঘরে রান্না করতে গেলে মোয়াজ্জেম ঘরের দরজা বন্ধ করে ঘরের তীরের সাথে গলায় ফাঁস দেন। এতে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন বলেন, “ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।”