লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে সুমন সরকার (৩৫)নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার আড়বাব গ্রামের একটি ভুট্রার ক্ষেত থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয় বলে জানা গেছে। নিহত যুবক একই গ্রামের সনদ প্রামানিকের ছেলে।
এ ঘটনায় স্থানীয় থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।