নাটোর শহরের স্টেশনবাজার এলাকা থেকে ইজিবাইক চুরি চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাব।
আটক রনি আহম্মেদ (২২) নাটোর সদর উপজেলার কাপুড়িয়া এলাকার মকবুল হোসেনের ছেলে। আর রাজশাহীর পুঠিয়া উপজেলার আব্দুল হালিমের ছেলে নাজমুল হোসেন (৩৫)।
আজ(২১ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর র্যাব অফিসের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, “স্টেশনবাজার এলাকায় মসজিদের সামনে থেকে ইজিবাইক চুরি করে পালিয়ে যাচ্ছিলেন আন্তঃজেলা সংঘবদ্ধ চোর চক্রের কয়েক সদস্য। এসেময় রনিকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে নাজমুলকে আটক করা হয়। এ সময় একটি চোরাই ইজিবাইক, দুইটি অটোভ্যান, একটি লোহার তৈরি বড় কাটার ও চোরাই কাজে ব্যবহৃত পাঁচটি চাবি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান , “গ্রেপ্তার দুইজন ইঞ্জিনচালিত সিএনজি, ইজিবাইক, অটোভ্যান চোর চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন থেকে কৌশলে ইঞ্জিনচালিত ইজিবাইক ও সিএনজি চুরি করে আকার পরিবর্তনের পর বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় উদ্বারকৃত ইজিবাইকের মালিক মামলা করেছেন।”